ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত আরো ৩৫ জন, ১ জনের মৃত্যু
Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুর বিভাগে আজ (১৮ মে)মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত পুর্ববর্তি ২৪ ঘন্টায় ১৯৫ জনের টেষ্ট করে নতুন করে ৬ জেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ জন।

এ নিয়ে বিভাগে ১ লাখ ২৯ হাজার ৩০ জনের টেষ্ট করে মোট ১৮ হাজার ৩৮১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৩৯০ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ১৪, দিনাজপুুরে ১১, কুড়িগ্রামে ৪, গাইবান্ধায় ৩, নীলফামারীতে ২ এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, আজ মঙ্গলবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৫৭৬ জন আক্রান্ত ও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৭৯৯ জন আক্রান্ত ও ৮৭ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬৫৩ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭৩১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫৫৫ জন অক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১৮১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৫৩ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮৩৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, গত ২৪ ঘন্টায় ১৯৫ জনের টেষ্ট করে নতুন করে ৬ জেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ২৯ হাজার ৩০ জনের টেষ্ট করে মোট ১৮ হাজার ৩৮১ জন আক্রান্ত পাওয়া গেছে।

এছাড়া ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৩৯০ জন রোগী সুস্থ হয়েছেন। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৮২ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৫ হাজার ৬৯৫ জন। একই সময়ে ১৪০ জনসহ মোট ১ লাখ ২ হাজার ৫৩৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

x