ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি সমাজকল্যাণ নামক স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের মৃত করিম মুন্সির ছেলে। এ সময় মোটরসাইকেল সংঘর্ষে একই গ্রামের  শিফাত (১৭) নামে আরো এক যুবক গুরুতর আহত হন।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসকরা তাকে যশোরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে মটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলো।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *