স্টাফ রিপোর্টার,ঈদগাঁও: নারী সাংবাদিক রোজিনা ইসলামকে অবরুদ্ব, হেনেস্থা ও মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ),
কক্সবাজারের ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সহ সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, সদস্য মোজাম্মেল হক, মফিজুল ইসলাম মফি, কাউছার উদ্দিন শরীফ,সাইমুম সরওয়ার কায়েমসহ আরো অনেকে।
প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম। তিনি নারী সাংবাদিক কেন্দ্রের নির্বাহী সদস্য। ১৭মে দুপুরে পেশাগত কাজে সচিবালয়ে যান তিনি। সেখানে স্বাস্থ্য সচিবের অফিসে তাকে আটকে রাখেন। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ঈদগাঁও থানা শাখার নেতৃবৃন্দরা।
বিবৃতিতে শাখা সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের
মামলা প্রত্যাহার পূর্বক স্ব-সম্মানে মুক্তি দেওয়া হোক। তাঁকে হেনেস্তাকারীদের আইনে আওতায় আনা হউক।