ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
নবনির্মিত রেল লাইন এখন মিনি পর্যটন কেন্দ্র
Reporter Name

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: করোনা পরিস্থিতির কারনেই পর্যটন স্পট বন্ধ ঘোষনা করলেও ঈদের পরপরে নরনারী পর্যটক দের পছন্দের জায়গা হয়ে উঠেছে রেল লাইন। আর সেখানেই বিকেলে ঘুরতে আসেন গ্রামীন জনপদের অসংখ্য তরুন তরুনীসহ নানান শ্রেনী পেশার সাধারন মানুষ। রেল লাইনে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় যেন লক্ষ্যনীয়।

দেখা যায়, স্বপ্নের ট্রেন আসছে এই শহরে। এমন কি রেল বিট স্থাপন করছে রামুর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পশ্চিমেই নবনির্মিত রেল লাইন স্পটে। দেখতেই চমৎকার। মনোমুগ্ধকর দৃশ্যপট বটে। কখন আসছে ট্রেন, এমনি প্রশ্নে ঘোরপাক খাচ্ছে বৈকালিক বেড়াতে আসা মানুষের মাঝে।

একদিকে চার লাইনের মহাসড়ক, অন্যদিকে নব নির্মিত রেল লাইন। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের মহা কর্মযজ্ঞ।

বর্তমান সময়ে মহামারীর মত কঠিন দিনে বিনো দন কেন্দ্র বন্ধ থাকার পরেও ঈদমুখী লোকজন ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে আত্বীয় স্বজনসহ পরিবার পরিজনকে সাথে নিয়েই ছুটে যাচ্ছেন রেল লাইনে বৈকালিক সৌন্দয্যে মনের মত করে উপভোগ করতে। সেখানে এখন ভ্রমন পিপাসুদের দর্শনীয় স্থানে পরিণত হয়ে পড়েছে।

১৭ মে বিকেলে রেল লাইনে ঘুরতে গেলে চোখে পড়ে কেউ বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছেন, অন্যরা সেলফি বা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন,অনেকে ঘুরাঘুরি করে আপন জনের সাথে ছবি তুলতে চোখে পড়ে।

এছাড়া রেল বিটকে ঘিরে উঠতি প্রজন্মের তরুন সমাজ নব উদ্দীপনায় জেগে উঠেছে। প্রতিদিনই বিকেলে অবসর সময় কাটানোর জন্য যুবক-যুব তীর পাশাপাশি বয়োবৃদ্বরাও আসছে এক নজর দেখতে।

স্থানীয় পর্যটক মারুফ জানান, দলবেঁধে মানুষ আসছে রেল বিটের সৌন্দয্যে উপভোগ করতে। এটি একটি অস্থায়ী মিনি পর্যটন কেন্দ্রেই রুপ লাভ করে। বেলা বাড়ার সাথে সাথে বিকেলে রেল লাইন সড়কে বিটকে কেন্দ্র করেই লোকে লোকারন্য হয়ে পড়ে।

রানাসহ অনেকে জানান, তরুন তরুনী,যুব-যুবতী ও স্থানীয়সহ দুরবর্তী বিভিন্ন শ্রেনী পেশার লোক জন বিকল্প বিনোদনের স্থান হিসেবে বেচে নিল এটিকে। তরুনদের উচ্ছাস যেন অটুট থাকুক এ হৃদয়ে।

উল্লেখ্য – রামুর গোয়ালিয়া, চৌফলদন্ডী ব্রীজসহ আশপাশ,রেল লাইনের মত গ্রামীন জনপদে নব সৃষ্ট প্রাকৃতিক সৌন্দয্যের প্রতি ঝুঁকছেন সাধারন মানুষরা।

2 responses to “নবনির্মিত রেল লাইন এখন মিনি পর্যটন কেন্দ্র”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/16302 […]

  2. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/16302 […]

Leave a Reply

Your email address will not be published.

x