হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুরের দমদমা ব্রিজ পার্শ্ববর্তী রোডের পরিত্যক্ত জমিতে ক্ষনস্থায়ী আবাসস্থল। বেড়া দিয়ে কালো প্লাস্টিকে মোড়ানো ঝাপড়া টাইপের। এর মাঝেই এরা রাত্রী যাপন করে।
আজ (১৭ মে) সোমবার দুপুরে ডিবিসি ক্রাইম প্রতিনিধি অলোক নাথ এবং দৈনিক বার্তা ও স্বাধীন বার্তা২৪.কম এর স্টাফ রিপোর্টার হীমেল মিত্র অপু যখন মটর সাইকেল থেকে নামে তখন এক মহিলা বিভিন্ন ঝুপড়িতে গিয়ে বলাবলি করতে থাকে। যা উক্ত প্রতিনিধির নজর কাড়ে।
উক্ত প্রতিনিধি তাদের ডেরাতে যাওয়ার পথে দেখতে পায় কয়েক তাস পড়ে আছে। প্রায় প্রতিটি ঝুপড়ীর সামনে একটি করে প্লাস্টিকের চেয়ার বিদ্যমান।কোন ঝুপড়ি তে গ্যাসের চুলা যা যাযাবরের জীবনে বেমানান।
আমরা তাদের ডেরাতে যাওয়া মাত্র কিছু জোয়ান বেড়িয়ে আসে।তাদের প্রশ্ন করা হয় আপনারা কে। তখন তারা বলে আমরা তাদের স্বামী। তবে একটু খটকা আদৌ কি সবাই স্বামী।
ওনাদের প্রশ্ন করা হয় প্রকৃত বেদে যাযাবরেরা নৌকায় করে বিভিন্ন জায়গায় নদীর তীরে নৌকাতে অবস্হান করে।আপনারা মাটিতে কেনো। আপনাদের তো নৌকা নেই।উত্তরে বলে আমরা নকল যাযাবর।আমাদের মহিলারা সাপ খেলা দেখায় আমরা ঝুপড়িতে থাকি।করোনা কালিন তাদের খাওয়া দাওয়ার সমস্যা যা তাদের চেহারাতে পরিলক্ষিত নয়।
বেশ কয়েক বছর আগে রাতের বেলায় শখে ওখানে গিয়েছিলাম তাদের দেখতে যেয়ে যা চিত্র দেখে কিং কর্তব্য বিমুঢ় হয়েছিলাম কারন সেটা স্বাভাবিক দৃশ্য ছিলো না। তার অভিজ্ঞতার আলোকে দিনের বেলা অনুসন্ধান করা। কেন এরা স্বেচ্ছায় এ জীবনে আসে এরা তো প্রকৃত যাযাবর নয়।
এখানে রাতের বেলার প্রেক্ষাপট খতিয়ে দেখা দরকার বলে মনে করি?রাতের চিত্র হয়তো দিনের বেলায় তা পরিলক্ষিত হয় না।