ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
গুরুদাসপুরে হত্যা চেষ্টা মামলায় পাউবো’র সাবেক নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার
Reporter Name

শরিফুল ইসলাম, গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে হত্যাচেষ্টা মামলায় পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান (৬২) কে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে তাঁকে। একই মামলায় জরিপ হোসেন, আব্দুল হান্নান, ও জরিনাবেগম নামে আরো তিনকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সোনাবাজু গ্রামে  প্রতিপক্ষ জামিরুল ইসলামের সাথে অভিযুক্ত ব্যক্তিদের সংঘর্ষবাধে। ওই ঘটনায় জামিরুল ইসলামসহ তাঁর তিন সমর্থক আতাউর গনি (৩৮) সেলিম রেজা (৫৫) জহুরুল ইসলাম (৩৯)কে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এঁদের মধ্যে আতাউর গনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ওই ঘটনায় শনিবার রাতেই জামিরুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামী করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

x