ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদগাঁওতে ঈদমুখী মানুষের উপচেপড়া ভীড়
Reporter Name

এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃ করোনা ভাইরাস আর লকডাউনের মত কঠিন মুহুর্তেও কক্সবাজার সদরের ঈদগাঁওতে ঈদমুখী মানুষের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত।

তরুন তরুনী, কিশোরসহ নানান শ্রেনী পেশার লোকজনের আনাগোনা যেন সেই সকাল থেকে  রাত পর্যন্ত চলে। উৎসবে মাতোয়ারা সবখানেই।

করোনা সংক্রমনের কারনে লকডাউনে বিনোদন স্পট বন্ধ থাকার পরেও গ্রামীন জনপদের ছোট ছোট বিনোদনের জায়গায় আনন্দ উপভোগ কর ছেন উঠতি প্রজন্মের নর-নারীরা। এছাড়াও নানা এলাকার বিনোদন প্রেমী তরুন প্রজন্মরা পিক আপ কিংবা ট্রাকে সাউন্ডবক্সের গানের তালে তালে মাতোয়ারা হয়ে নেচে নেচে ঈদের উৎসব পালন করতেও চোখে পড়ে পবিত্র ঈদের দিন।

উচ্চস্বরে বাধ্য বাজিয়ে আনন্দ উল্লাসের কারনে ব্যাঘাত ঘটছে অপরাপর ঈদমুখী লোকজনের।

ঈদ আনন্দের ফলে সড়ক উপসড়কে ছোট ছোট অসংখ্য গাড়ীর বহর যেন চোখে পড়ার মতই। মাস্ক পড়াতো দূরের কথা স্বাস্থ্য বিধিও মানছেনা, সামাজিক দুরত্বের কথা বলায় যাচ্ছেনা। যেখানে করোনা মহামারী ঠেকাতেই বিনোদন স্পর্ট বন্ধ করা হয়। সেখানে বর্তমান সময়ে ঈদ আনন্দের নামে ভীড় যেন কমছেনা ২/৩ দিন ধরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে বিভিন্ন পয়েন্টে। এমনি অবস্থায় করোনা ঝুঁকির শংকায় রয়েছেন সচেতন লোকজন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন ঈদগাঁওর সচেতন মহল।

4 responses to “স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদগাঁওতে ঈদমুখী মানুষের উপচেপড়া ভীড়”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/15935 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/15935 […]

  3. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/15935 […]

Leave a Reply

Your email address will not be published.

x