এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃ কক্সবাজার সদরে ইসলামাবাদে তরুন সাইফুল করিম চৌধুরীর জানাযায় শোর্কাত মানুষের ঢল নামে।
১৫ মে (ঈদের দ্বিতীয় দিন) সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ পাহাঁশিয়াখালী এলাকার নিজ বাড়ীতে স্টোক করে সাইফুল করিম প্রকাশ চৌধুরী মারা যান ( ইন্না…….রাজিউন)।
এ তরুণ প্রয়াত মাষ্টার জাবের আহমদ চৌধুরীর ৩য় ছেলে ও এডভোকেট তানজিনা আকতারের সেজো ভাই।
১৬ মে সকাল ১১টায় পাহাঁশিয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে। তৎমধ্যে- কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ সহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ নামাজে জানাযায় শরীক হন।
তাঁর মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি শোকসহ সমবেদনা জ্ঞাপন করেন — বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখা, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি ও মাইজ পাড়া একতা পরি ষদের নেতৃবৃন্দরা।