হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টারঃ রংপুর মাহিগগঞ্জ ফতেপুর এলাকায় দুপুর ১ টা ৩৫ মিনিটে ঈদ উপলক্ষে প্রীতি ক্রেকেট ম্যাচের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্হিত ছিলেন মহানগর উপ- দপ্তর সম্পাদক মোঃ সাখওয়াত হোসেন শাওন,রংপুর মহানগর কৃষক লীগ সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু,এম কে হাসান লাট্টু,ফেরদৌস হাসান,সাবেক ছাত্রনেতা সোহেল রানা ইমন ও অন্যান্য নেতৃবর্গ।
তুষার কান্তি মন্ডল বলেন সুস্হ চিন্তা ধারা বিকাশের খেলাধুলা অপরিহার্য। পাশাপাশি তিনি আরো বলেন খেলার পাশাপাশি পড়াশুনায় মনোযোগী হতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে তার প্রতি দায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন মাদকের কড়াল গ্রাসে যুবকরা নিমজ্জিত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তাই আসুন আমরা মাদক কে না বলি। বক্তব্য শেষে খেলোয়ার ও অভিভাবকদের ঈদ শুভেচ্ছা বিনিময় করে মিষ্টিমুখ করান তিনি।