হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টার :গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের থাকা বৃদ্ধ বাবা- মা’দের দুর্ভোগ দেখা দিয়েছে।এমন সময় মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে ঐসকল অসহায় বাবা মায়েদের মাঝে আজ (১৩ মে ) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় মানবতায় মানুষ, রংপুর সামাজিক সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অলোক নাথের নেতৃত্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমের ২৬ জন অসহায় বাবা মায়েদের মাঝে ঈদ উপহার চাল, আলু, সরিষার তেল, লবণ, পোলায়ের চাল, চিনি, সেমাই, , কাঠাঁল, মুরগি, মাক্স এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভিডিও
এসময় উপস্থিত ছিলেন,মানবতায় মানুষ,রংপুর এর উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াছ আহম্মেদ এবং তাঁর সহধর্মিনি বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সহ সভাপতি উম্মে রোহানি কোকিলা। মানবতায় মানুষ, রংপুর সামাজিক সংগঠনের সভাপতি, মোয়াজ্জেম হোসেন লাবলু, সহ সভাপতি, দেব জ্যেতি সরকার, সহ সভাপতি, ইরা হোক অরুপ দত্ত।
সাধারণ সম্পাদক, অলোক নাথ।যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাহেদ হোসেন ফুলু।যুগ্ম সাধারণ সম্পাদক, এন এ আজিজ। যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ পারভেজ টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক, নয়ন চন্দ্র মোহন্ত, কোষাদক্ষ, শংকর ধর।সাংস্কৃতিক সম্পাদক, দীপঙ্কর ভট্টাচার্য্য। প্রচার ও প্রকাশনা সম্পাদক, গোলাম মোস্তফা, তথ্য ও গবেষণা সম্পাদক, বেলায়েত হোসেন বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দিব্যেন্দু বসু রায়, ক্রিড়া বিষয়ক সম্পাদক, দানিশ
সদস্য, হীমেল মিত্র অপু রাসেল আহমেদ।মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের পরিচালকদ্বয়,মসজিদের ইমাম।
উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় শুধিবৃন্দগণ।
মানবতায় মানুষ, রংপুর এর সাধারণ সম্পাদক অলোক নাথ উপস্থিত সাংবাদিককে বলেন, করোনার প্রকোপ শুরু থেকেই আমরা সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে মাক্স বিতরণ করেছি।
গত ২৬ শে মার্চে ৩০০ শত গরীব মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি। ভিডিও
গত ৩০ এপ্রিল মহিপুর চরাঞ্চলে ১৫০ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার বিতরণ করেছি। আজ এখানে মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের অসহায় বাবা মায়েদের মাঝে সংগঠনের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আজ এই বৃদ্ধাশ্রমে অসহায় বাবা মায়েদের পদধুলি নিতে এসে ভারাক্রান্ত মনে পৃথিবীর সকল সন্তানদের ম্যাসেজ দিতে চাই যে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে নয় গৃহে মাথায় তুলে রাখতে হবে। সেই সাথে আশাবাদ ব্যক্ত করছি আমাদের আগামী প্রজন্মকে যেন বৃদ্ধাশ্রম নামক শব্দটি শুনতে হয় এবং উক্ত বৃদ্ধাশ্রম বিলুপ্ত হয়ে অসহায় বৃদ্ধ বাবা মাকে গৃহে থেকে সুখে শান্তিতে থাকেন এই আশা ও বাসনা।
অলোক নাথ আরো বলেন সামাজিক সংগঠন মানবতায় মানুষ, রংপুর আগামী দিনেও অসহায় মানুষের পাশে থাকবে। ভিডিও
… [Trackback]
[…] There you will find 51949 more Info to that Topic: doinikdak.com/news/15453 […]
… [Trackback]
[…] Here you can find 18089 additional Info to that Topic: doinikdak.com/news/15453 […]
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/15453 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/15453 […]