ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
জাতীয় দলের ক্রিকেটার নাসুম’র পিতার এখনও খোঁজ মেলেনি
Reporter Name

আবুল কাশেম রুমন,সিলেট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুম আহমদের পিতা আক্কাস আলী (৫৬) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেন নাসুম আহমদ

এতে বলা হয়, গত ৩০ এপ্রিল নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০নং বাসা থেকে কাউকে কিছু না বলে নাসুমের বাবা বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফিরেননি।
তার উচ্চতা-৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে, পড়নে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।

বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি হয়েছে। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খোঁজে পেতে কাজ করে যাচ্ছে।

x