হাবিবুর রাহমান ঝিনাইদহ প্রতিনিধি: কিছুদিন আগেও গ্রাম টি অজপাড়া গা হিসেবে পরিচিত ছিল, গ্রামের সিনিয়র চাকুরীজীবী রা গ্রামের সহজ সরল মানুষ গুলোর মুখে একটু হাসি ফুটানোর জন্য একটা সংগঠন তৈরি করে যার নাম “ছোট মৌকুড়ি গ্রাম উন্নয়ন ভাবনা ” এখানে তাদের মাসিক একদিনের টাকা জমা দেন, ধান কেটে দেওয়া ফসল ঘরে তুলে দেওয়া, গরিব শিক্ষার্থী দের আর্থিক সহায়তা,মাঠে নলকুপের ব্যবস্থা সহ অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তারা গ্রাম টা কে স্বপ্নের মত সাজাতে চান, এবার ঈদে কয়েকজন কে ব্যাটারি চালিত ভ্যান উপহার দেন স্বাবলম্বী করার জন্য, এবং গরিব দের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন,