ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান
Reporter Name

শেখ মহিউদ্দিন রামগড়  প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষগুলি যখন কর্মহীন হয়ে পড়েছে তখন সরকার উদ্যোগ নিয়েছে মানুষের পাশে দাঁড়াবার। এরমধ্যে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার খাগড়াছড়ির প্রতিটি উপজেলা পৌঁছে দিচ্ছে জেলা পরিষদ।

তারই ধারাবাহিকতায় বুধবার সকালে রামগড় উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ১নং রামগড় ইউনিয়ন পরিষদ ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৭শতাধীক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় তিনি বলেন, কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে সরকারী সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সকলের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলার প্রত্যেক অসহায় পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

প্রধানমন্ত্রীর উপহার বিতরনকালে এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য হিরণঞ্জয় ত্রিপুরা ও মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মো: শাহআলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন  সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

x