ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
অসহায় পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরন
Reporter Name

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেয়া খাদ্য সামগ্রী দরিদ্র, অসহায়দের মাঝে বিতরন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বুধবার সকালে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিট এর ব্যবস্থাপনায় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিট যুব প্রধান মো: আবছার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়দের হাতে এ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রতি প্যাকেটে সাড়ে ৭ কেজি চাউল, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সুজি ৫শ গ্রাম করে ৩০টি পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরন করা হয়।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরঞ্জয় ত্রিপুরা ও মেমং মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল, রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, জেলা পরিষদ গণসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

x