হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ “হাটি হাটি পা পা, মানবতা এগিয়ে যা”বর্তমান অবস্থায় দেশে বৃহৎ আকারে করোনার সংক্রমণ ছড়িয়েছে,আর সরকার ঘোষিত লকডাউনে উত্তরাঞ্চলের বিভিন্ন কর্ম বন্ধ থাকায় নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি অসহায় প্রতিবন্ধীদের দুর্ভোগ দেখা দিয়েছে।
রংপুর নগরীর ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ঐসকল অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে আজ (১১ মে ) মঙ্গলবার বিকেল ৫. ৩০ মিনিটে মানবতায় মানুষ, রংপুর এর সাধারণ সম্পাদক অলোক নাথের নেতৃত্বে রংপুর নগরীর ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ১৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার চাল, আলু, তেল, লবণ, সেমাই, আটা,দুধ পাউডার, সাবান, মাক্স এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মানবতায় মানুষ,রংপুর এর সভাপতি, মোয়াজ্জেম হোসেন লাবলু,
সহ সভাপতি, দেব জ্যেতি সরকার।\ সহ সভাপতি, ইরা হোক।অরুপ দত্ত।সাধারণ সম্পাদক, অলোক নাথ। যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাহেদ হোসেন ফুলু। যুগ্ম সাধারণ সম্পাদক, খোকন কিবরিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক, এন এ আজিজ। যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ পারভেজ টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, নয়ন চন্দ্র মোহন্ত, কোষাদক্ষ, শংকর ধর। সাংস্কৃতিক সম্পাদক, দীপঙ্কর ভট্টাচার্য্য। মহিলা বিষয় সম্পাদক, জলি কিবরিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক,
গোলাম মোস্তফা, তথ্য ও গবেষণা সম্পাদক, বেলায়েত হোসেন বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দিব্যেন্দু বসু রায়, ক্রিড়া বিষয়ক সম্পাদক, দানিশ সদস্য, হীমেল মিত্র অপু রাসেল আহমেদ সহ স্থানীয় শুধিবৃন্দগণ।
মানবতায় মানুষ, রংপুর এর সাধারণ সম্পাদক অলোক নাথ বলেন, করোনার প্রকোপ শুরু থেকেই আমরা সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে মাক্স বিতরণ করেছি।
গত ২৬ শে মার্চে ৩০০ শত গরীব মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি।
গত ৩০ এপ্রিল মহিপুর চরাঞ্চলে ১৫০ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার বিতরণ করেছি।তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আগামী দিনেও মানবতায় মানুষ, রংপুর সংগঠন মানবতার পাশে থাকবে।