রাসেল আহমেদ সাজিদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে সাবের আলী (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর মাঠে জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।সাবের আলী আহমেদপুরের কেঁচুয়াকোড়া গ্রামের বাহার আলীর ছেলে।
স্থানীয় ইউপি ইউপি সদস্য মো জলিল প্রাং জানান,
সাবের আলী রোজা রেখে মাঠে কাজ করছিলেন। সকালের দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।