হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১০ মে ২০২১ইং রাত্রী ০০.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিএসসি রংপুর এর একটি চৌকশ আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ওসমানপুর গ্রামস্থ পীরগঞ্জ বাসস্ট্যান্ডের আলীসান মিষ্টি ভান্ডার নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ তানজিল মিয়া (২৭), জেলা-রংপুর থেকে গ্রেফতার করেন।
প্রথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, প্রতারক মোঃ তানজিল মিয়া (২৭) দীর্ঘদিন যাবত বিভিন্ন বাহিনীতে চাকুরী, বদলী ও পদোন্নতি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারনা করে আসছিল।ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।