ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
রংপুরে রেড ক্রিসেনট সোসাইটির মাক্স, ও সেনিটাইজার বিতরণ
Reporter Name

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেড ক্রিসেনট সোসাইটি রংপুর জেলা ইউনিটের উদ্যোগে  আজ

(৮ মে) শনিবার কোভিড ১৯ ,করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষার জন্য  জনগনকে মাক্স ও সাবান এবং হ্যান্ড সেনিটাইজার বিতরন করা হয় ৩০ নং ওয়ার্ড সাতমাথা এবং ২৯ নং ওয়ার্ড মাহিগন্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল মোড়ে।

কর্মসূচি আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ,, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,,

এ্যাড,হোসনে-আরা লুৎফা ডালিয়া।রংপুর রেড ক্রিসেনট সোসাইটির সাধারণ সম্পাদক  রওশানুল কাওসার সংগ্রাম যুগ্ন-সাধারন সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগ,,,,এ্যাড, নির্মল চন্দ্র মাহাতা,,সহ-সভাপতি, রংপুর মহানগর আওয়ামীলীগ,,,আবু সাদাত মোঃ শাওন,,উপ-দপ্তর সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগ,,,জনাব মোঃ ফেরদৌস হাসান জুয়েল। সদস্য,রংপুর মহানগর আওয়ামীলীগ,মোঃ আনোয়ার হোসেন আনু,,সাধারন সম্পাদক,৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগ,,মোঃ মোস্তাফিজুর রহমান,,সাধারন সম্পাদক,

২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগমোঃ মোতাকাব্বর হোসেন বাপন,,

সাংগঠনিক সম্পাদক,, আওয়ামী সেচ্ছাসেবক লীগরংপুর মহানগর,,স্থানীয় আওয়ামীলীগ,, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ এবংরংপুর রেড ক্রিসেনট সোসাইটি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।

x