ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
মানব ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: মানব ফাউন্ডেশনের উদ্যোগে আজ (৮ মে)  শনিবার বিকেল ৫ টার সময় রংপুর নগরীর শালবন ভবোসুন্দরী রোড অজয় নাথের ব‍্যবসা প্রতিষ্টানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সকলের সর্বসম্মতিক্রমে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উপহার প্যাকেজ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা শেষে দেশ ও দশের জন্য শান্তি কামনা করে ইফতারে অংশগ্রহণ করে।

আলোচনা সভা ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন উপদেষ্টা পরিষদের অজয় নাথ,হাফিজুর রহমান হাফিজ, মাহবুব ইসলাম,মাহবুব রানা,জহির আলম নয়ন,প্রতিষ্ঠাতা- আলআমিন ইসলাম গগন।

আরও  উপস্হিত ছিলেন মানবতায় মানুষ,রংপুর সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবলু,সাধারণ সম্পাদক অলোক নাথ,যুগ্ন সাধারণ  সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক দানিশ। রংপুর ব্যান্ড এসোসিয়েশন(রামবার)নির্বাহী উপদেষ্টা রাহেল চৌধুরী পিন্টু ও মানব ফাউন্ডেশন রংপুর এর সকল সদস্যবৃন্দগণ।

x