ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
গুরুদাসপুরে ছাত্রলীগ সভাপতির ব্যাক্তি উদ্যোগে ইফতার মাহফিল
Reporter Name

শরিফুল ইসলাম,গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি: গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁচকৈড় শিক্ষা সংঘ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁধন বলেন, প্রতিবছরের ন্যায়, এ বছরেও আমার ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪শে রমজান ইফতার মাহফিলে গুরুদাসপুরবাসী তথা দেশ ও জাতির  সকল শ্রেণী-পেশার মানুষের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান, মো. আনোয়ার হক, গুরুদাসপুর পৌরসভা মেয়র, মো. শাহনেয়াজ আলী মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি, মো. তাহের সোনার, বিশিষ্ট্য ব্যবসায়ী, আমানত আলী শেখ এবং ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এছারাও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ  এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

x