ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
এস এস সি ব্যাচ ৮৬ রংপুর বিভাগের উদ্যোগে সেহরি বিতরন
Reporter Name

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ এসএসসি ব্যাচ ৮৬ বাংলাদেশ, রংপুর বিভাগের উদ্যোগে প্রতি দিনের ন্যায় দুস্থ মানুষের মাঝে সেহরি বিতরন শুরু করা হয়েছে। সেহরির প্রদানের ধারাবাহিকতা শেষ রমজান  পর্যন্ত প্রতিদিন চলমান থাকবে জানা যায়।

বিশিষ্ট সমাজসেবক খোন্দকার মাহমুদ এলাহী (বিপ্লব) বলেন আমরা আমাদের সাধ্যমতো অসহায়দের পাশে আছি এবং থাকবো। সেহরি খেতে যখন বসি তখন অসহায়দের মুখটা ভেসে উঠে। তখন বুকের ভিতরটা দুমরে মুচরে উঠে।

মনে খুব কষ্ট হয়। তাই আমরা আমাদের সাধ্যমতো খাবার নিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন আমাদের পাশের লোকটি যদি খাদ্যের অভাবে রোজা রাখতে না পারে তাহলে তো আমাদের রোজা কোন কাজেই আসবে না।

তিনি জানান যথারীতি  আমাদের রাত ২ টায় সেহরি  বিতরন কর্মসূচী শেষ রমজান প্রযন্ত প্রতিদিন চলমান থাকবে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসএসসি ব্যাচ ৮৬ রংপুর বিভাগীয় আহবায়ক একেএম সাদেকুল ইসলাম সাজু,

বিভাগীয় নেতা ও মানবতার ফেরিওয়ালা খন্দকার মাহমুদ এলাহি বিপ্লব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সেহরি বিতরন কার্যক্রম  পরিচালনা করেন।

x