স্টাফ রিপোটার,ঈদগাঁওঃ কক্সবাজার সদরের ঈদগাঁওতে রিল্যাক্স পরিবহ নের ধাক্কায় সিএনজি ধুমড়ে মুছড়ে যায়। এতে চালক এবং যাত্রীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৬ মে বিকেল সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউনি য়নের মেহেরঘোনাস্থ নুর কমিউনিটি সেন্টারের সামনে ঈদগাঁওমুখী রিল্যাক্স পরিবহনটি প্রতিযো গিতামুলক গাড়ী চালানোর সময় রামু মুখী এক সিএনজিকে মেরে দিয়ে শাহ জব্বারিয়া মাদ্রাসা দেয়ালে ধাক্কা দেয়। ঐ সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। রিল্যাক্স পরিবহনের সামনের গ্লাসও ভেঙ্গে তছনছ হয়ে পড়ে।
সিএনজির চালক ফেরদৌসসহ ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় মাহবুব জানান। অন্যদের নাম পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঈদগাঁও সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলম জানান, করোনার কারনে দীর্ঘদিন লক ডাউন শেষে জেলা ভিত্তিক পরিবহন চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ী চালানোর প্রতিযোগিতা চলছে মহাসড়কে। অতিরিক্ত গাড়ী চালাতে গিয়ে এমনটি দূর্ঘটনার শিকার হয়।