ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
ইসলামাবাদে রাতের অন্ধকারে শ্নশানের গাছ কর্তন: প্রতিবাদ
Reporter Name

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও: কক্সবাজার সদরের ইসলামাবাদে রাতের অন্ধ কারে শ্নশানের চারাগাছ কর্তন। থানার সামনে প্রতিবাদ করল সনাতনী সম্প্রদায়ের লোকজন। ৬ মে গভীর রাতে ইউনিয়নের পূর্ব বোয়ালখালী জলদাশ পাড়াস্থ শ্বশানের ২শতাধিক গাছ কর্তন করলো কে বা কারা।

এঘটনায় ক্ষোভ প্রকাশ করে একইদিন সকালে ঈদগাঁও থানার সামনে কর্তনকৃত চারাগাছ হাতে নিয়ে প্রতিবাদ জানান প্রায় শতাধিক হিন্দু সম্প্র দায়ের লোকজন।

ইসলামাবাদ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিখীল দাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রীমন্ত দাশ, শ্বেত দাশ, ফনিন্দ্র, শ্রীপদ,দত্ত,লালমোহন, দ্রুব,রবিন্দ্রসহ অসংখ্য লোকজন। তারা এই ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের কাছে।

উল্লেখ্য, এ জায়গার বিষয়ে জণৈক এক ব্যাক্তির সাথে পূর্ব শক্রুতাও রয়েছে বলে প্রতিবাদকারীরা জানান।

x