এম আবু হেনা সাগর,ঈদগাঁও: কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে করোনার সচেতনতামুলক প্রচারনায় মাঠে নেমেছেন উপ জেলা প্রশাসন।
দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভীড় যেন প্রতিনিয়ত লক্ষ্যনীয়। গ্রামীন জনপদের লোকজন স্বাস্থ্যবিধি না মেনে বাজারমুখী হচ্ছেন প্রায়শ। সকাল/সন্ধ্যা পর্যন্ত বাজারে ঈদের কেনা কাটায় ব্যস্তমুখর সময় দিয়ে যাচ্ছেন ক্রেতারা। নারী-পুরুষের উপস্থিতি যেন চোখে পড়ার মত। সাথে শিশুদের সংখ্যাও কম নয়। এমনকি বৃহৎ এলাকা ঈদগাঁওতে করোনা সংক্রমনের হারও বৃদ্বি পাচ্ছে। করোনার ভয়কে তোয়াক্কা না করে ছুটে আসছে বাজারে লোকজন। অনেকের মুখে নেই মাস্ক। সামাজিক কিংবা তিন ফুট দুরত্ব বজায় রাখা তো দূরের কথা।
৫ মে সকালে ঈদগাঁও বাজারে করোনা ভাইরাস (কোডিড ১৯) সংক্রমন প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনা চালানো হয়। উপজেলা প্রশাসন কক্সবাজার সদরের উদ্যোগে প্রচারনা বাজারে বিভিন্ন অলিগলিতে করা হয়।
মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিরাপদে অবস্থান করুন, সাবান দিয়ে ঘনঘন হাত ধৌত করতে বাজারের নানান শ্রেনী পেশার মানুষজনকে মাইকিং করে জানান দেওয়া হচ্ছে।