রাসেল আহমেদ সাজিদ, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় আব্দুস সাত্তার মেঘা প্রামাণিক নামে এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৪ মে) দুপুরে উপজেলার শিবপুর ফিলিং স্টেশনের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘা প্রামাণিকের বাড়ি উপজেলার গোপালপুর খাপাড়া গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে মেঘা প্রামাণিক মোটরসাইকেল নিয়ে রাজাপুর বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে শিবপুর ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
এদিকে, পুলিশ জানায়, কিছুদিন আগে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় বৃদ্ধ মেঘা প্রামাণিককে ধরা হয়। ওই সময় তিনি পুলিশকে জানিয়েছিলেন যে তার বয়স ৯৪ বছর। তিনি শারীরিকভাবে সুস্থ থাকায় সাচ্ছন্দ্যেই মোটরসাইকেল চালান। চোখেও তিনি ভালো দেখেন।