ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
ঈদগাঁওতে এক পসলা বৃষ্টিতে কাদাঁজল: জন দূর্ভোগ চরমে
Reporter Name

এম আবু হেনা সাগর,ঈদগাঁও: কক্সবাজার সদরে ঈদগাঁওতে হঠাৎ এক পসলা বৃষ্টিপাতে কাঁদাজল সৃষ্টি হয়েছে। এতে করে জন দূর্ভোগ যেন চরমে উঠেছে।

৪ মে ভোর সকাল আর দুপুরে এক পসলা বৃষ্টির পানিতে ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানেই চলা চল অযোগ্য হয়ে পড়েছে। নানান প্রয়োজনীয় কাজে বাজারে আসা রোজাদার এবং নর-নারী পথচারীরা যাতাযাতে নিদারুন কষ্ট পাচ্ছেন।

বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজার পয়েন্টের সম্মুখে, কাপড়ের গলি, হাসপাতাল সড়ক এবং ঈদগাঁও ইউপির প্রবেশ পথে পানিতে সয়লাভ। যাতায়াতে দূর্বিসহ অবস্থায় রয়েছেন লোকজন।

সে সাথে করোনার কঠিন সময়েও স্বাস্থ্যবিধি না শপিং মলে আসা নারী-পুরুষদের দূর্ভোগ যেন চোখে পড়ার মত। একদিকে মানুষের উপচেপড়া ভীড়, অন্যদিকে বিভিন্ন স্থানে কাঁদাজল। সমস্যা নিয়ে বাজারমুখী হচ্ছে গ্রামীন জনপদের মানুষ।

কাঁদাজলের উপর রিকসা চালানো কষ্টকর হয়ে পড়ে চালকদের।

পথচারীরা জানান,হঠাৎ বৃষ্টিতে কাঁদাজলে সৃষ্টি। যার ফলে ভোগান্তিতে পড়ছেন নানা শ্রেনী লোক জন।

Leave a Reply

Your email address will not be published.

x