এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃ কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে দেড়শত ঘর বন্ধি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী মানব কল্যান সংগঠন নামে একটি সমাজিক সংগঠন। ৩০শে এপ্রিল বিকেলে নয়না খাতুবার ঘাটাস্থ মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়৷
সংগঠনটির জেলা শাখার সমন্বয়ক জামশেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলো এলাকার সন্তান মো: শাহ জাহান মনির, সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সদর যুব লীগ যুগ্ন সাধারন মিজানুর রহমান, সংগঠন সহ সভাপতি নেজাম উদ্দিন শাওন,ছাত্রনেতা মনজুর আলমসহ সংগঠন নেতৃবৃন্দরা।
করোনা পরিস্থিতিতে জেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র প্রায় সহশ্রাধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীর সম্পন্ন হয়।
এই সামাজিক সংগঠনের উদ্যোগেই গোমাতলী,
চৌফলদন্ডী,নাইক্ষ্যংদিয়া,লিংকরোড়,পিএমখালীতে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এই ইফতার সামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হন অসহায়,হতদরিদ্র,কর্মহীন সাধারন মানুষরা।