ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
রংপুরে প্রধানমন্ত্রী’র দেয়া সহায়তা পেলেন তৃতীয় লিঙ্গের ১৭০ জন
Reporter Name

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ রংপুর মহানগরীর বিভিন্ন এলাকার ১৭০ জন ৩য় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

আজ (২৮ এপ্রিল ) বুধবার বিকেল ৩ টার সময় রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন,

রংপুর মহানগরীর ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের আজ ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবি কর্মহীন মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন,

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ।

x