ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপকূলে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপকূলে ৩০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফের বড়ডেইল সৈকত থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এ সময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মীর ইমরান উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বড়ডেইল মৎস্যঘাট থেকে তারা সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। যাত্রাকালে বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি। এ সময় তাদের মালপত্র লুট করে ইঞ্জিন বিনষ্ট করে দেয় ডাকাতরা। পরে তারা কূলে ভেসে আসে।

উদ্ধার রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *