ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
নওগাঁ লকডাউন বাস্তবায়নে ক‌ঠোর অবস্থা‌নে প্রশাসন
Reporter Name

করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ৮ দিনের কঠোরলকডাউনের ঘোষনা

দিয়েছে সরকার। লকডাউন বাস্তবায়নে সারাদেশের মতোই নওগাঁ মধ্যরাত থেকেইপ্রতিটি উপজেলা শহরের বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকপোস্ট বা পুলিশের ব্যারিকেড, সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি নির্দেশনা অনুযায়ী কেবল মাত্র জরুরী সেবা,

কৃষিপন্য, খাদ্যের মালবাহী যান সহ সরকারি যে সব যান চলাচলের অনুমতি আছে সেগুলো ছাড়া অন্যগুলোকে শহরের ঢুকতে বা বাহিরে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নজিপুর গোল  চত্ত্বর সহ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কঠোর ভাবে কাজ করে আসছে। পত্নীতলা থানা কর্তব্যরত পুলিশ অফিসার এস আই মিজানুর রহমান বলেন, সরকারিনির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করছি যে সব পরিবহনের অনুমতি আছে তাদের যেতে দেওয়া হচ্ছে বাকীগুলোফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে নওগাঁর মান্দায় অদ্য (১৪ এপ্রিল) বুধবার সকাল থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক মোল্লা, মান্দা থানার অফিসার ইনচার্য শাহিনুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মেহেদী সহ মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক এর নির্দেশনায় রাস্তার যানবাহন সহ হাটবাজারে বেশ কিছু এলাকায় পরিদর্শন করেন এবং বেশ কিছু মাস্ক বিতরণ করেন। করোনা (কোভিড-১৯)

x