এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার মান্দাউপজেলার দেলুয়াবাড়ী বাজারে নিশাত ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ডের পাশে ফাইভস্টার সিনেমা হলের সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোবধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি সামসুল আলম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিলয় কুমার প্রামানিক, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, নিশাত ক্লিনিকের পরিচালক মাসুম রানা, পল্লি চিকিৎসক আসাদুজ্জামান আসাদ সহ উপস্থিত স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
নিশাত ক্লিনিকের পরিচালক মাসুম রানা বলেন, আমাদের নিশাত ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হচ্ছে আজ। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেনো উন্নত মানের সেবা মানুষের মাঝে উপহার দিতে পারি এবং তারা যেনো সুস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করবো।