র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-৪ আগষ্ট ২০২১ ইং তারিখ সকাল ৮:৪৫ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে, ফেন্সিডিল-৪৯ বোতল, বাই সাইকেল-১টি,মোবাইল-২ টিসহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক কারবারির নাম,নাসির খান (২৫), পিতা-রেজাউল করিম, সাং- শ্রীমন্তপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট বলে জানাযায় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোম্পানি কমান্ডার তৌকির।