ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
দেবিদ্বার পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন
এম শামীম আহম্মেদ , কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিনের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে আগের মেয়াদ উর্ত্তীন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন ৭ সদস্যের কমিটির অনুমোদন প্রদান করে। নতুন কমিটিতে ছাব্বির আহম্মেদ পলাশ সভাপতি, নাজমুল হাসান সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সায়মন সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও এই কমিটির অন্যান্য সদসরা হলেন, সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক- আহম্মেদ শুভ, মীর নিশান, জাসিউর রহমান।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সায়মন সরকার বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সে ছাত্রলীগ সংগঠনের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এর আগে আমি ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পালনে সচেষ্ট থাকবো।

x