ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
‘বিএনপিই ফ্যাসিবাদী চর্চা শুরু করেছিল’
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদী চর্চা করেছিল।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তা হলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছেন এবং আপনাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা।

‘সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।

তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বিআরটি, সারা দেশে ২২টি ফ্লাইওভার এবং ২০টি আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না।

এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আজকে শতভাগ বিদ্যুৎ সারা দেশে পৌঁছেছে— এটিও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ২২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না।

2 responses to “‘বিএনপিই ফ্যাসিবাদী চর্চা শুরু করেছিল’”

  1. Excellent blog right here! Also your site lots up very fast!

    What web host are you using? Can I am getting your associate hyperlink on your host?

    I desire my site loaded up as quickly as yours lol

  2. This design is steller! You certainly know how to keep a reader entertained.
    Between your wit and your videos, I was almost moved to start my own blog
    (well, almost…HaHa!) Wonderful job. I really loved what you had
    to say, and more than that, how you presented it.
    Too cool!

Leave a Reply

Your email address will not be published.

x