গাজীপুরের শ্রীপুরে লকডাউনে কাজ না থাকায় সংসারে অভাব অনটন ও পারিবারিক কলহের জেরে আবুল হোসেন নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে বলে জানাগেছে।
সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হোসেন (৬০) বেলদিয়া গ্রামের মৃত ইউনুছ আলীর সন্তান। স্বজনরা জানান, আলম কাওরাইদ বাজারে জনৈক ইমরান হোসেনের ভাংগারীর দোকানে কাজ করত। লকাডাউনে দোকান বন্ধ থাকায় ও হাতে তেমন কাজ কাম না থাকায় সংসারে আর্থিক টানাপোড়ন ও অভাব অনটন দেখা দেয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও ঠিকমতো বাড়িতে নিতে পারছিলেননা তিনি।
এ নিয়ে তার স্ত্রী রহিমা তার সাথে নানা রকম কলহ বিবাদ সৃষ্টি ও ঝগড়াঝাটি করতো। অভাব ও পারিবারিক কলহ নিয়ে দুশ্চিন্তা ও হতাশার মধ্যে ছিলেন আলম। সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত সরকারি গোদামের বারান্দায় আড়ার সাথে রশিতে আলমের মরদেহ ঝুলতে দেখে তার স্ত্রী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রিপন জানান, কারও কোন অভিযোগ না থাকায়
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।