ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
অবিরাম ছুটে চলছে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপালের সদস্যরা
Reporter Name

রামপাল( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দুইজন করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌছে দেওয়া হয়েছে। শনিবার রাত ১০.৩০ টায় এ অক্সিজেন সেবা পৌছে দিয়েছে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপাল শাখার সদস্যারা। বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সূত্রে যানা গেছে যে, করোনায় আক্রান্ত উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের বাসিন্দা আশরাফ তালুকদার ও উজলকুড় ইউনিয়নের দলদাহ গ্রামের বাসিন্দা ইসরাফিল মোল্লার পরিবার ০১৮৮৬-৩০৫৩০৯ বাগেরহাট অক্সিজেন ব্যাংকের হটলাইন নম্বরে ফোন করে ফোন পেয়েই তৎক্ষনাৎ রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদী, ছাত্রলীগ নেতা শেখ মহিদুল ইসলাম রনি, মোঃ বাইজিদ শেখ হোসেন, বাইনতলা ইউনিয়নের যুগ্ম আহবায় মোঃ আয়াতুল্লা, তালুকদার নাহিদ,  ও  মোঃ বাইজিদ করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌছে দেয়।

বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র প্রতিষ্ঠিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক করোনা কালীন সময়ে সাধারন জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জেলার অন্যান্য উপজেলার মত বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার পক্ষ থেকে এ পর্যন্ত ৭ জন রোগীকে অক্সিজেন সেবা পৌছে দেওয়া হয়েছে।

x