ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবা ব্যবসায়ী ৩০০ পিস ইয়াবাসহ একজন আটক
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার সল্লা ইউনিয়নের মীর হামজানী গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্বপাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে রুবেল (২৩)।

র‍্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় সরবরাহ করে আসছে। মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী তা সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

x