ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মেহেদী হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, পূর্ব চান্দ্রা বাজার, বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, জামতলা বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দ বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার দÐবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ৩হাজার ৫শ টাকা জমিরানা আদায় করেন।

উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সলা আহমেদেরে নেতৃত্বে সেনা সদস্যরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারী নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।

 

x