আর্ত মানবতার সেবায় কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ভ্রাতৃ প্রতিম সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির ২০২১-২২ সনের কমিটি অনুমোদন করা হয়েছে।
বিগত ২১ মার্চ বোর্ডের ৮তম সভায় নতুন এই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় পত্রিকা দৈনিক বর্তমান সিলেট বিভাগীয় প্রধান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, কানাইঘাট প্রেসক্লাব’র সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।
তিনি আগামী ১লা জুলাই ২০২১ থেকে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল ইসলামিক টেলিভিশন ও দৈনিক বাংলাবাজার পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ও পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।