জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সিলেট ৯নং ওয়ার্ড কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরীর আখালিয়াঘাট এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। যা পর্যায় ক্রমে সারা ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে।
৯ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুর রকিব বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি হুসাইন আহমেদ, সহ সভাপতি ডাঃ নজরুল ইসলাম ফারুকী, বিশিষ্ট মুরব্বী আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সীফত আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,৭ নং ওয়ার্ড কৃষকলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,৯নং ওয়ার্ড কৃষকলীগের সহ সভাপতি জহির মিয়া, শামীম হোসেন পাপ্পু, গুলজার হোসেন জগলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক রুপন দে, ধর্ম বিষয়ক সম্পাদক রাহিত আহমদ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন বাবরসহ ওয়ার্ড কৃষকলীগ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য্যবর্ধক চারা রোপন করা হয়।
সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।