ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
সিলেটে আইনজীবী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সহকর্মীদের
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

অ্যাডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ২ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত দেন দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান

আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট মোহাম্মদ শিব্বির আহমেদ বাবলুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহসভাপতি-১ অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, সহসভাপতি-২ অ্যাডভোকেট পান্না লাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আজিম উদ্দীন, সহসমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মকসুদ আহমদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মইনুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহসম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট মো. কাওছার আহমদ ও অ্যাডভোকেট মোবারক হোসাইন, জি.পি. অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, পি.পি. অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল , অ্যাডভোকেট রণজিত চন্দ্র সরকার, অ্যাডভোকেট কামাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, অ্যাডভোকেট আতিকুর রহমান শাবু,  অ্যাডভোকেট মোস্তফা শাহিন চৌধুরী, অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট সলমান উদ্দিন, অ্যাডভোকেট খালেদ আহমদ জোবায়ের, অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার, অ্যাডভোকেট আশিকুর রহমান, অ্যাডভোকেট হাসান আহমদ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মাসুম আহমদ, অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না, অ্যাডভোকেট আল আসলাম মোমিন, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট মো. ইয়াহইয়া, অ্যাডভোকেট আরিফ আহমদ, অ্যাডভোকেট কানন আলম ও  অ্যাডভোকেট টিপু রঞ্জন দাশ প্রমুখ।

x