দক্ষিণ সুরমা থেকে গ্রেফতারকৃত দুই জুয়াড়ীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের কনু মিয়ার ছেলে মো. জাহেদ আহমদ (২৮) ও পশ্চিমভাগের মৃত মদরিছ আলীর ছেলে হেলাল আহমদ।
আজ রোববার ( ১৩ জুন ) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিন সুরমার নাজিরবাজারের একটি রেস্টুরন্টে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে সিলেট মহনগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এসয় জুয়া খেলার প্রায় ৯ হাজার টাকা ও দুই সেট তাসও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জুয়া আইনে মামলা দায়েরের পর (নং ১১/১২/৬/২০২১) আদালতের নির্দেশে কারগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ওসি মো. মনিরুল ইসলাম।