ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পানিতে ডুবে রাফিয়াত ইসলাম আয়ান নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৮ জুন) সকাল ১১ টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। শিশু আয়ান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব ভগবতীপুর গ্রামের রুস্তম আলী ভূঁইয়া বাড়ির টেক্সটাইল ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় পুত্র। শিশু আয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সকলের অগোচরে শিশু আয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। এসময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই রফিকুল ইসলামের পুত্র আয়ান মঙ্গলবার সকালে খেলার চলে সবার অগোচরে বাড়ির বাহিরে বের হয়ে যায়। পরে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।

x