ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ,গুরতর আহত ৪
গোলাপগজ্ঞ প্রতিনিধি

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে গেইট লক বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন গুরতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ১নং ওয়ার্ড ‘র সয়াবিনের দোকানের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরতর আহতদের মধ্যে দুইজন হলেন ভাদেশ্বর নালীউরী গ্রামের মঞ্চই মিয়ার ছেলে এমরান আহমদ(১৮),একই গ্রামের

শওকত মিয়ার পুত্র এমাদ আহমদ (১৮)। তাৎক্ষণিক অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সয়াবিনের দোকানের সামনে ঢাকাদক্ষিণ মুখী সিএনজি অটোরিক্সার সাথে ভাদেশ্বরগামী গেইট লক বাস (সিলেট -জ-১১-০৪২৪)বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার ৪যাত্রীই গুরতর আহত হন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স প্রেরণ করেছি।

x