টাঙ্গাইলের কালিহাতীতে ১০০ পিচ ইয়াবাসহ আলামিন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই যুবক বল্লা পূর্ব পাড়া গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে।
বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে উপজেলার হাসড়া দেলোয়ার চকিদারের বাড়ির পাশে ব্রীজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই প্রতিরোধ কল্পে রাত্রিকালীন ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের হাসড়া ব্রীজের উপর থেকে আলামিন নামের ওই যুবককে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।