ঢাকা, বুধবার ০১ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ জুন জয়পুরহাটে বিক্ষোভের ডাক
জয়পুরহাট জেলা প্রতিনিধি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে  শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না আন্দোলনের হুশিয়ারি দেন।
মঙ্গলবার(১ জুন) দুপুর ২টায় শহরের আবুল কাশেম ময়দানে আগামী (৭জুন) সোমবার স্বাস্থ্যবিধি মেনে শহরের পাঁচুরমোড়ে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির ঘোষণা পত্র পাঠ করেন জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান, এ সময়
উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান চৌধুরী, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভীন খুশি, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদ ইসলাম, রিফাত আমিন রিয়ন, সোহান কাদির, সাইফুল ইসলাম, নাজমুল সাইদাদ, , জয়পুরহাট মেডিকেল টেকনোলজির শিক্ষার্থী আশরাফুল ইসলাম প্রমূখ।
গণমাধ্যম প্রেসবিজ্ঞপ্তি বলেন, আজ মঙ্গলবার ১জুন জয়পুরহাট জেলা শহরের পাঁচুরমোড়ে মানববন্ধন – সমাবেশ ও প্রতীকী ক্লাসে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং অভিভাবক এর উপস্থিতি আমাদের দাবি গুলো প্রকাশ করতে পেরেছি।
প্রায় ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। লকডাউনের মধ্যেও শপিং মল, মার্কেট, অফিসসহ গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। অথচ শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সর্বোচ্চ সচেতন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সরকার বেকায়দায় পড়তে পারে। এ কারণে করোনার দোহাই দিয়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এই দীর্ঘ ১৪ মাসে অনেক শিক্ষার্থী ঝরে গেছেন। অনেক বাল্যবিবাহ হয়ে গেছে দেশে। মানসিক ও অর্থনৈতিক চিন্তায় অনেক শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার শিক্ষার্থীদের দ্রুত টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে নিয়মিত ভাবে আমাদের দাবি আদায়ের আন্দোলনের কর্মসূচি চলবে।

One response to “শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ জুন জয়পুরহাটে বিক্ষোভের ডাক”

  1. Alors que la technologie se développe de plus en plus vite et que les téléphones portables sont remplacés de plus en plus fréquemment, comment un téléphone Android rapide et peu coûteux peut – Il devenir un appareil photo accessible à distance ? https://www.xtmove.com/fr/using-android-mobile-phone-for-remote-monitoring-and-shooting/

Leave a Reply

Your email address will not be published.

x