ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
দৈনিক সৃজনী পত্রিকার ৩য় বর্ষ পূর্তি অনুষ্ঠান
জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধিঃ

২৯ মে শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে পালিত হলো দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক সৃজনী পত্রিকার ৩য় বর্ষের জন্মদিন।

৩য় বর্ষের জন্মদিনে কেক কেটে এবং সংক্ষিপ্ত আলোচনা করলেন সৃজনীর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সুনীল চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু বলেন, বাংলাদেশে যখন ইলেকট্রনিক্স মিডিয় ও অনলাইনের আধিপত্য চলছে তখন দিনাজপুরের মত একটি প্রান্তি শহরে প্রিন্ট মিডিয়ার সর্ব কনিষ্ঠ সংবাদপত্র দৈনিক সৃজনী পত্রিকা হাঁটি হাঁটি পা-পা করে নিয়মিত প্রকাশ অব্যাহত রেখেছে

। সমাজ বিনির্মানে এবং সত্য উদঘাটনে সৃজনী সমাজে দর্পন হিসেবে ইতিমধ্যেই পাঠকদের মন জয় করে নিয়েছে। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক আসলামুর রহমান মাহাবুব, সাব এডিটর দেবাশীষ ভট্টচার্য্য এবং স্টাফ রিপোর্টার মোঃ সাদেক হোসেন বলেন, সৃজনীকে স

পাঠকদের সহযোগিতা পেলে আমরা দিনাজপুরে অন্যান্য পত্রিকার চেয়ে একটি মডেল পত্রিকা হিসেবে প্রকাশ করবো দৈনিক সৃজনীকে। সভাপতির বক্তব্যে দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, সৃজনী পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পেলে আমরা আগামীতে সৃজনী পত্রিকাকে রঙ্গীন পত্রিকা হিসেবে পাঠকদের হাতে তুলে দিতে পারবো। তার পূর্বে সৃজনী পত্রিকাকে অনলাইনে এবং ওয়েব সাইটে নিয়মিত প্রকাশ করার ঘোষণা করছি আজকের এই শুভ দিনে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সৃজনীর সাথে যারা জড়িত শ্রী অরবিন্দ রায়, কুরবান আলী সোহেল এবং সাংবাদিক আব্দুল হাইসহ আরও অনেকে। এ সময় ৩য় বর্ষ পূর্তি অনুষ্ঠানে কেক কেটে সকলকে আপ্যায়ন করেন সম্পাদক স্বরূপ বক্্সীর কন্যা পূর্ণতা বক্সী।

x