ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
এক প্রভাষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের  কালিহাতীতে হেরোইনসহ রহুল আমিন রনি নামের এক প্রভাষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার মগড়া স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহুল আমিন রনি (৩৪) কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে হাফিজ উল্লাহ (৩৫)  ।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মগড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সন্দেহজনকভাবে একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে। পরে এক পর্যায়ে দেড়গ্রাম হেরোইনসহ রহুল আমিন রনি ও হাফিজ উল্লাহকে তারা গ্রেফতার করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করে শনিবার (২৯ মে) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

x