হেলাল উদ্দিন ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদ্যবিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সংবর্ধনা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব,ফুলবাড়ী কুড়িগ্রাম।
২৫ এপ্রিল রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদোন্নতি হয়ে বদলি জনিত কারণে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানকে বিদায়ী সংবর্ধণা ও শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরসাথেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসকে ফুলবাড়ীতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা প্রেসক্লাব।
এসময় জোবেদা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী সদ্যবিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা প্রদান কালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সিনিয়র সহ-সভাপতি জলিল পারভেজ, সহ-সভাপতি হারুন -অর রশিদ হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ও তানভীর হোসাইন রাজু, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ, দপ্তর সম্পাদক রতন চন্দ্র সেন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, কার্যকরি সদস্য জিয়াউর রহমান ও প্রাথমিক সদস্য বেলাল হোসেন উপস্থিত ছিলেন।