টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন দেলু (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কোদালিয়া জুই জ্যুতি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান: মহাসড়কের ওই স্থানে মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নিহত হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।